বৃটিশ গবেষকরা বলছেন, শিশুদের লিউকোমিয়া বা রক্তের ক্যান্সারের কারণ হিসেবে এতটুকু দোষ নেই মোবাইল ফোনের।
ভারতের
সংবাদমাধ্যম জিনিউজ অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, এক গবেষণায় প্রমাণ
হয়েছে, শিশুদের লিউকোমিয়া বা রক্তের ক্যান্সারের কারণ হিসেবে এতটুকু দোষ
নেই অবশ্য প্রয়োজনীয় এই যন্ত্রটির।
বহুদিন ধরেই ভয়
ছিল মোবাইল ফোনের অতি ব্যবহারের ক্ষতি নিয়ে। ভাবা হত, মোবাইল ফোন ও টাওয়ার
থেকে যে রেডিওতরঙ্গ নির্গত হয় তা মস্তিষ্কে টিউমার, মাথা যন্ত্রণা ও
ক্যান্সারের অন্যতম কারণ। কিন্তু বৃটেনের নতুন গবেষণা অনুযায়ী মোবাইল ফোন
ব্যবহার সম্পূর্ণ সুরক্ষিত।
পৃথিবীজুড়ে মোবাইল ফোন
ব্যবহারের ঝুঁকি নিয়ে বৃটেনের মোবাইল টেলিকমিউনিকেশন অ্যান্ড হেলথ রিসার্চ
প্রোগ্রামের তরফ থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ বিশেষজ্ঞ মার্টিন গ্লেডহিল
জানিয়েছেন, মোবাইল থেকে নির্গত রেডিওতরঙ্গ শরীরের পক্ষে ক্ষতিকারক কি-না
সে বিষয়ে কোনো প্রমাণই পাওয়া যায়নি বিশেষজ্ঞ দলের গবেষণায়।
এক
দশকের গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, গর্ভবতী অবস্থায় মোবাইল ফোনের
ব্যবহার মায়ের গর্ভের ভ্রূণের বিন্দুমাত্র ক্ষতি করে না। লিউকোমিয়ার কারণ
হিসেবেও সেলফোনকে দায়ী করার বিরোধিতা করেছেন বিশেষজ্ঞরা।
মোবাইল ফোন ও ওয়াই-ফাই ডেটা থেকে যে রেডিও সিগন্যাল নির্গত হয় স্বাস্থ্যের ওপর তার কোনও প্রভাব পড়ে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Source:সমকাল
No comments:
Post a Comment