রার(RAR) এক্সট্রাক্টর তৈরি
আমরা আনেক সময় বিভিন্ন সফটওয়্যার বা গেমস ইনস্টলের সময় নিচের মত সেটআপ উইন্ডো দেখতে পাই।
এটি আসলে জিপ বা রার ফাইল এক্সট্রাক্টর প্রোগ্রাম। এর ভিতরে ফাইল জিপ বা রার অবস্থায় থাকে। আপনিও চাইলে উইনরার দিয়ে এরকম সেটআপ ফাইল তৈরি করতে পারেন। এর জন্য উপরের নিয়মে Archive name and parameters উইন্ডোটি চালু করুন। এবার আগের মত প্রথমে Archive format থেকে RAR সিলেক্ট করুন এবং Compression method থেকে Best সিলেক্ট করুন। তারপর Archive name এ যে নামটি দেয়া আছে যেমন ধরুন যদি দেয়া থাকে New folder.rar তাহলে শেষের .rar এর পরিবর্তে লিখুন .exe। তাহলে ফাইলটির নাম হবে New folder.exe। এবার Create SFX archive নামে চেক বক্সটিতে রাইট দিন এবং OK ক্লিক করুন। তাহলে দেখবেন সেটআপ ফাইল তৈরি হয়ে গেছে।
আপনার সেটআপ ফাইলে চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। এর জন্য Archive name and parameters উইন্ডোতে Advanced ট্যাবে ক্লিক করুন এবং Set password এ ক্লিক করে পাসওয়ার্ড দিন এবং OK দিয়ে বের হয়ে আসুন। ট্রিক্সটি আশা করি কাজে লাগবে।
No comments:
Post a Comment