Friday, January 2, 2015

Internet Download Manager 6.21.9 Full Version

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা !
কেমন আছেন সবাই?  আশা করি ভাল। যাক আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করবো যা আপনাদের কাজে লাগবে( যারা IDM নিয়ে বেশ ঝামেলাই আছেন )।আমরা অনেকেই ইউটিবের ভিডিও ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ে থাকি বা ডাউনলোড করতেই পারিনা। আবার ফেজবুকের ভিডিও তো আরো মহা ঝামেলার। উল্লেখিত সমস্যার একদম সহজ সমাধান নিয়েই আজকের টিউনটি উপস্থাপন করলাম। প্রথমে আমার দেওয়া ফায়ারফক্সটি ডাউনলোড করুন এখানে ক্লিক করে। তারপর আগের ফায়ারফক্সটি আনইন্সটল করে এখন ডাউনলোড করাটি ইন্সটল করুন। তারপর ফায়ারফক্সের অটো আপডেট বন্ধ করে দিন। যারা অটো আপডেট বন্ধ করতে পারেননা তাদের জন্য বলছি, প্রথমে টুলসে ক্লিক করে অপশনে যান তারপর এডভান্সে গিয়ে নিচের ছবিটার মত সেটিংস করে দিন...................

আশা করি বুঝতে পেরেছেন। তারপর ফায়ারফক্স ক্লোজ করে দিন।
এবার এখানে ক্লিক করে আই.ডি.এম ডাউনলোড করুন। তারপর আগের IDM টি Remove করে দিন (যদি আগে কোন IDM ইন্সটল করা থাকে) এবার এখন ডাউনলোড করাটি ইন্সটল করুন আপনার নিজের First Name এবং last Name দিয়ে। দেখুন IDM Software টি অটো এক্টিভেট করা কোন ধরনের ক্র্যক বা প্যাচের ঝামেলা করা লাগবেনা।
 ১) এবার আপনার ফায়ারফক্সটি Run করুন
 ২) Tools থেকে Add-ons এ ক্লিক করুন। নিচে দেখুন.....................


তারপর নিচের মত দেখবেন.................................

এবার আপনি Extensions এ ক্লিক করলে নিচের মত দেখবেন..............................

এবার আপনি IDM CC 7.3.87 টি Enable করে দিন লাল দাগ দিয়ে দেখানো হয়েছে। সর্বশেষ ফায়ারফক্স রিস্টার্ট করুন। যারা গুগুল ক্রম ইউজ করেন তারা নতুন করে ক্রম ডাউনলোড করা লাগবেনা শুধু Extensions এ গিয়ে Internet Download Manager টি Enable করে দিন। ব্যাস কাজ শেষ। এবার ইউটিউব বা ফেজবুকের কোন ভিডিও চালিয়ে দেখুন আর ডাউনলোড করুন আইডিএম দিয়ে ধুমছে.........

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment