প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের শেয়ার বরাদ্দ দিতে খান
ব্রাদার্সের লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে লটারির ড্র হয়। অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন
কর্মকর্তারা ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
(সিএসই) ও ইস্যু ম্যানেজার কোম্পানির কর্তকর্তারা উপস্থিত আছেন।
wb‡¤œ আইপিও লটারির ফলাফল প্রকাশ করা হলো।
ফলাফল ‡`L‡Z wb‡Pi wj‡Kè ক্লিক করুন-
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি
শেয়ার বিক্রির জন্য আবেদন আহ্বান করে। এতে প্রায় ৪১ গুণ বেশি আবেদন জমা
পড়ে। ২০ কোটি টাকার আইপিওর বিপরীতে জমা পড়ে ৮৩০ কোটি ৪৫ লাখ টাকা।এমন অবস্থায় লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দিতে হচ্ছে। পুঁজিবাজার থেকে সংগৃহীত
অর্থ মেশিনারিজ কেনা,
বিল্ডিং নির্মাণ,
ব্যাংক ঋণ পরিশোধ ও চলতি মূলধনের
চাহিদা পূরণে ব্যয় করবে কোম্পানিটি।
No comments:
Post a Comment