বিসিএস বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
নম্বর বাড়িয়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরে এবং সময় দুই ঘণ্টা করে বিধিমালা সংশোধন করে তা চূড়ান্ত করা হয়েছে।
‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা)
বিধিমালা, ২০১৪’ নামে এই বিধিমালার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
তবে বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপনটি এখনও হাতে পাননি বলে জানান পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ।
তিনি বলেন, প্রজ্ঞাপন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তারা বিজ্ঞাপন প্রকাশের ব্যবস্থা নেবেন।
বিধিমালা অনুযায়ী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।
তবে প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিত তথা অনগ্রসর অধিবাসীদের জন্য ২৫০ টাকা থেকে কমিয়ে আবেদনপত্রের মূল্য ১০০ টাকা করা হয়েছে।
লিখিত পরীক্ষায় পাস নম্বর গড়ে ৫০ শতাংশ থাকলেও মৌখিক পরীক্ষায় ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের কম পেলে প্রার্থী নম্বর পাননি বলে গণ্য হবে, আগে যা ছিল ২৫ শতাংশ।
আগের মত প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর এবং একটি ভুল প্রশ্নের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
আর ৩৫তম বিসিএস থেকেই নতুন নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এর
আগে পিএসসি ‘দ্য বাংলোদেশ সিভিল সার্ভিস (এইজ, কোয়ালিফিকেশন, অ্যান্ড
এক্সামিনেশন ফর ডিরেক্ট রিক্রটমেন্ট) রুলস, ১৯৮২’ সংশোধনের জন্য প্রস্তাব
করে।
পরবর্তীতে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ খসড়া প্রস্তাব পাঠায় পিএসসি।
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের
অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত
প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
তথ্যসূত্রঃ বাংলানিউজ